অভিনেতা তানভীরের ‘আত্মহত্যা’

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০১৯, ১৯:৩১ | আপডেট: ১৮ জানুয়ারি ২০১৯, ১৯:৫৭

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস

অভিনেতা ও পরিচালক তানভীর হাসান সুমন আত্মহত্যা করেছেন। শুক্রবার দুপুরে উত্তরার চার নম্বর সেক্টরের চার নম্বর রোডে নিজ বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর বিকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের স্ত্রী কোহিনুর নাহারের বরাত দিয়ে উত্তরা (পূর্ব) থানার উপপরিদর্শক আবদুর রহিম বলেন, দীর্ঘদিন ধরে তানভীর মানসিকভাবে অসুস্থ ছিলেন। সেই কারণে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।’

জানা যায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে তানভীর ঘুমাতে যান। সকাল ১০টার দিকে গৃহপরিচালিকা কক্ষ পরিষ্কার করতে গেলে তানভীরকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেন। পরিবারের লোকজন এসে দেখার পর পুলিশে খবর দেয়।

নিহত তানভীর মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করতেন। হাত লাগিয়েছেন পরিচালনায়ও। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নাটক ও নাট্যতত্ত্বে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করার পর ঢুকে পড়েন অভিনয়ে। এছাড়া ছবি আঁকা ও ফ্যাশন ডিজাইনার হিসেবেও তার পরিচিতি ছিল।

ঢাকা টাইমস/১৮ জানুয়ারি/এএইচ