জুনায়েদের ব্যাটিং ঝড়ে খুলনার সংগ্রহ ১৮১

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০১৯, ২১:০২

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৮১ রান সংগ্রহ করেছে খুলনা টাইটান্স। দলের পক্ষে হাফ সেঞ্চুরি করেছেন ওপেনার জুনায়েদ সিদ্দিক। ৪১ বলে চারটি চার ও চারটি ছক্কার সাহায্যে ৭০ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন আল-আমিন। কুমিল্লার বোলারদের মধ্য শহীদ আফ্রিদি ৩টি, মোহাম্মদ সাইফউদ্দিন ১টি, ওয়াহাব রিয়াজ ২টি করে উইকেট শিকার করেন।

সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে খুলনা ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায়। ইনিংসের প্রথম ওভারেই ওপেনিং জুটি ভাঙে তাদের। ওভারের চতুর্থ বলে জহুরুল ইসলামকে বোল্ড করেন সাইফউদ্দিন। তিন বলে শূন্য রান করেন জহুরুল। এরপর ৭১ রানের পার্টনারশিপ গড়েন জুনায়েদ সিদ্দিক ও আল-আমিন। অষ্টম ওভারে আফ্রিদির বলে বোল্ড হন আল-আমিন। ১৯ বলে চারটি চার ও একটি ছক্কার সাহায্যে ৩২ রান করেন তিনি।

এরপর জুনায়েদের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এই জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। দশম ওভারে আফ্রিদির বলে রিয়াদ বোল্ড হয়ে যান। ৯ বলে দুই ছক্কার সাহায্যে ১৬ রান করেন তিনি। এরপর ৫১ রানের জুটি গড়েন জুনায়েদ ও ডেভিড মালান। ১৬তম ওভারে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে যান জুনায়েদ।

১৭তম ওভারে আফ্রিদির বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হন মালান। কার্লোস ব্র্যাথওয়েটও ইনিংস বড় করতে পারেননি। ৯ বলে ১২ রান করে ফিরে যান সাজঘরে। ১৮তম ওভারে ওয়াহাব রিয়াজের বলে মেহেদী হাসানের হাতে ধরা পড়েন তিনি। ইনিংসের শেষ বলে তামিম ইকবালের হাতে ক্যাচ বানিয়ে আরিফুল হককে ফেরান ওয়াহাব রিয়াজ।

সংক্ষিপ্ত স্কোর

খুলনা টাইটান্স ইনিংস: ১৮১/৭ (২০ ওভার)

(জহুরুল ইসলাম ০, জুনায়েদ সিদ্দিক ৭০, আল-আমিন ৩২, মাহমুদউল্লাহ রিয়াদ ১৬, ডেভিড মালান ২৯, কার্লোস ব্র্যাথওয়েট ১২, আরিফুল হক ১৩, নাজমুল হোসেন শান্ত ১*; মোহাম্মদ সাইফউদ্দিন ১/২৯, মেহেদী হাসান ০/৩৮, থিসারা পেরেরা ০/২০, ওয়াহাব রিয়াজ ২/৩৪, লিয়াম ডসন ০/৮, শহীদ আফ্রিদি ৩/৩৫, শামসুর রহমান ০/১৪)।

(ঢাকাটাইমস/১৮ জানুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :