‘তারেককে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে’

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০১৯, ২১:১০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘নিজেকে সংবিধান প্রণেতা ও বিজ্ঞ আইনজীবী হিসেবে পরিচয় দিলেও যার বদৌলতে এই পরিচিতি পেয়েছেন- সেই বঙ্গবন্ধুর হত্যার বিচারের কথা তিনি একবারও বলেননি। শেষ পর্যন্ত তার আসল পরিচয় প্রকাশ হয়ে গেল। তিনি বিএনপিতে চলে গেলেন।’

শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন শ্রেণির মানুষ ফুল দিয়ে মন্ত্রীকে শুভেচ্ছা জানান।

আইনমন্ত্রী বলেন, ‘তারেক বলেছে নির্বাচন নিয়ে মামলা করার জন্য, আমরা তারেককে দেশে ফিরিয়ে এনে তার বিচারের রায় কার্যকর করব।’
তার নির্বাচনী এলাকার উন্নয়নে সরকারের পক্ষ থেকে সবরকমের সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী।

সভায় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজলি খলিফা কাজল, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়সার ভূইয়া জীবন প্রমুখ।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এলএ)