সরকার পার পাবে না: ড. কামাল

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০১৯, ২১:৩০

নিজস্ব প্রতিবেদক

এই সরকার ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে বলে দাবি করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন। তিনি কসম করে বলেছেন, এই সরকার পার পাবে না। একদিন না একদিন তাদের বিচার হবেই। বিচারের আগেই সরকারকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রবীণ এই রাজনীতিক। 

শুক্রবার গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। গত নির্বাচনে ঢাকা-৬ আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী গণফোরাম নেতা সুব্রত চৌধুরীর নির্বাচনপরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। 

কামাল হোসেন বলেন, ‘রাষ্ট্রকে হাইজ্যাক করে আওয়ামী লীগ এখন মানুষের ভোটের অধিকারও হাইজ্যাক করেছে, এটা সংবিধানের  লঙ্ঘন। বাংলাদেশে এটা করে কেউ পার পাবে না। এটা কসম করে বলছি। মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে দ্রুত সরে পড়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’ এ সময় দেশের মানুষকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করার অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করারও ঘোষণা দেন ঐক্যফ্রন্টের প্রধান নেতা। 

ঢাকাটাইমস/১৮জানুয়ারি/ জেবি