রবিবার ফের সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০১৯, ২১:৩৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

চিকিৎসার জন্য আবারও সিঙ্গাপুরে যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রবিবার দুপুরে তার দেশ ছাড়ার কথা রয়েছে।

জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য মেজর (অব.) খালেদ আখতার ঢাকা টাইমসকে বলেন, ‘নির্বাচনকে ঘিরে সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি থাকা অবস্থাতেই এরশাদ দেশে ফিরেন। সেই চিকিৎসা সম্পন্ন করতে আবারও সিঙ্গাপুরে যেতে হচ্ছে থাকে।’

গত ১০ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান এরশাদ। ২৬ ডিসেম্বর তিনি দেশে ফিরেন। তবে দেশে আসার পরও তিনি পুরোপুরি সুস্থ হননি। থাকতে হচ্ছে সিএমএইচে। এমনকি অসুস্থতার কারণে নির্বাচনী এলাকায়ও যাননি। যদিও রংপুর সদর আসন থেকে তিনি আবারও সাংসদ নির্বাচিত হয়েছেন। চলতি সংসদের বিরোধী দলীয় নেতাও নির্বাচিত হয়েছেন।

দলীয় সূত্র বলছে, এরশাদের শারীরিক অবস্থা খুবই নাজুক। তার শরীর ভেঙে পড়েছে। বর্তমানে তিনি সিএমএইচে চিকিৎসাধীন। চার দিন পরপর তাকে রক্ত দিতে হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে রক্ত উৎপাদন কমে  গেছে।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/আরকে/জেবি)