পোর্তোতে বাংলাদেশ-পর্তুগাল দ্বিপাক্ষিক বৈঠক ২৬ জানুয়ারি

লিসবন, (পর্তুগাল) প্রতিবেদক
 | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০১৯, ১২:২২

পর্তুগালের বন্দর নগরী ও বাণিজ্যিক রাজধানী পোর্তোতে আগামী ২৬ শে জানুয়ারি পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী আগুস্টো সান্তোস সিলভা এবং বাংলাদেশ দূতাবাস লিসবনের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকীর মধ্যে বাংলাদেশ পর্তুগাল-দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর উদ্যোগে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।

দ্বিপাক্ষিক সম্পর্কের বৈঠক ও নৈশভোজে অংশগ্রহণ করবেন পর্তুগালের বর্তমান ক্ষমতাসীন সোশ্যালিস্ট দলের পর্তুগালের বেশ কয়েকজন সংসদ সদস্যসহ উচ্চ পর্যায়েরর সরকারি-বেসরকারি কর্মকর্তা।

এতে বাংলাদেশ কমিউনিটির পোর্তোর নেতৃবৃন্দসহ স্থানীয় প্রশাসনের লোকজনেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

পর্তুগাল বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি শাহ আলম কাজল জানান, উক্ত দ্বিপাক্ষিক বৈঠক ও নৈশভোজ আলোচনা সভায় বাংলাদেশে পর্তুগাল দূতাবাসের সমস্যাসহ দুই দেশের মধ্যে সম্পর্ক ও ব্যবসা বাণিজ্য উন্নয়নে আলোচনা হবে।

বর্তমানে বিপুলসংখ্যক বাংলাদেশী পর্তুগালে বসবাস করছেন। বাংলাদেশে পর্তুগাল দূতাবাস এমনকি কোনো কনসুলার অফিস না থাকায় ইউরোপের অভিবাসন বান্ধবদেশে পর্তুগাল দূতাবাসের সেবার জন্য ভারত যেতে হয়। যা অত্যন্ত সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। এ বিষয়ে আলোচনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ঢাকা টাইমস/১৯জানুয়ারি/প্রতিবেদক/ওআর

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :