বিজয়নগরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০১৯, ১৭:২৭

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

শনিবার ভোর পাঁচটার দিকে ওই মহাসড়কের শশই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাকের চালক কমলগঞ্জের আব্দুল আজিজ মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৫৫) এবং ট্রাকের হেলপার বারইয়ারীর মজিদ মিয়ার ছেলে ইউনুছ মিয়া (২৮)।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে সিলেটগামী লন্ডন এক্রপ্রেসের একটি (ঢাকা মেট্রো-ব-১৫-৩২৯৩) বাস শশই নামক স্থানে পৌঁছে। এ সময় সিলেট থেকে ঢাকাগামী পাথর বোঝাই (ঢাকা মেট্রো-ট-১৮-০৬৪৫) ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক ও হেলপারের মৃত্যু হয়। আহত হন অন্তত বাসের ২০ যাত্রী। তাদের মাধবপুর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইসলামপুর ফাঁড়ির ইনচার্জ আ.স.ম. আতিকুর রহমান জানান, দুর্ঘটনার কারণে ঢাকা-সিলেট মহাসড়কের ওই এলাকায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকালে হাইওয়ে পুলিশ রেকার দিয়ে গাড়িটি মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ঢাকাটাইমস/১৯জানুয়ারি/ইএস