ভবঘুরে মানসিক প্রতিবন্ধীর সন্তান প্রসব

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০১৯, ২১:৪৭

ব্যুরো প্রধান, ময়মনসিংহ

ময়মনসিংহে মানসিক প্রতিবন্ধী ভবঘুরে এক নারীর কন্যা শিশু প্রসব চাঞ্চল্য তৈরি করেছে।
তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নে আনোয়ার হোসেন নামে একজনের বাড়িতে বুধবার রাত দেড়টার দিকে ওই শিশুটির জন্ম হয়। নারীটির অবস্থা দেখে তার বাড়িতে তোলেন আনোয়ার।

প্রায় তিন মাস আগে ওই নারী উপজেলার কাশীগঞ্জ বাজারে এসে অবস্থান নেন। তিনি ওই বাজারের সেতুর উপর থাকতেন এবং বাজারের হোটেলগুলোতে চেয়ে চেয়ে খাবার সংগ্রহ করতেন।

বুধবার দিনের বেলায় ওই নারী প্রসব ব্যাথায় চিৎকার করতে থাকেন। এ সময় আনোয়ার অন্য নারীদের সহায়তায় তাকে বাড়িতে নিয়ে যায়। পরে ওই দিন রাতেই একটি কন্যা শিশুর জন্ম দেন তিনি। মা ও শিশু দুজনই এখন সুস্থ রয়েছে।

আনোয়ার হোসেন জানান, ‘মা ও শিশু দুজনই এখন সুস্থ রয়েছে।’
আনোয়ারের স্ত্রী সুলতানা বলেন, ‘আমি এখন ওই পাগলীর দেখাশোনা করছি। মা ও শিশু দুজনই সুস্থ আছে।’
বিসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মন্ডল বলেন, ‘ঘটনাটি সত্য।’

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ‘বিষয়টি কেউ থানায় অবগত করি নাই। খোঁজ-খবর নিয়ে দেখছি।’