দেশে নতুন গ্রাফিক্সে এলো হোন্ডা লিভো

আল আমিন রাজু, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জানুয়ারি ২০১৯, ১০:৫৬

এবার দেশের বাজারে নতুন গ্রাফিক্সে, নিউ লুক এবং নতুন ফিচারে এল হোন্ডা লিভো। আপডেট লিভোর ফুয়েল ট্যাংকে নতুন স্টিকার যুক্ত করা হয়েছে। এছাড়াও এতে রয়েছে ডিজিটাল ও অ্যানালগ স্পিডো মিটার। আগের ভার্সনে অ্যানালগ স্পিডো মিটার ব্যবহার করা হয়েছিল।

নতুন গ্রাফিক্সের কারণে লিভো এখন স্পোটি লুক পেয়েছে। ভিএস৪ ইঞ্জিন যুক্ত করায় বাইকটির গতিও বৃদ্ধি পেয়েছি।

এই বাইকটিকে বলা হয় ফ্যামিলি কমিউটার। কেননা, লম্বা এই বাইকের সিট বেশ প্রশস্থ। যার ফলে পরিবারের ২ থেকে ৩ জন সদস্য সহজেই এক সঙ্গে ভ্রমণে বের হতে পারেন।

হোন্ডা বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের পরিবেশক প্রতিষ্ঠান ফাহিম মটরসের বিক্রয় কর্মকর্তা রাহুল ঢাকা টাইমসকে বলেন, ‘হোন্ডা লিভোর আগের গ্রাফিক্সে ক্রেতাদের থেকে ভালো সারা পাওয়ায় এবার নতুন গ্রাফিক্সের লিভো দেশের বাজারে নিয়ে আসা হয়েছে। আগের তুলনায় মূল্য খানিকটা বেড়েছে’।

তিনি আরও বলেন, ‘এ মাসের শেষ দিকে দেশের বাজারে লিভোর প্রদর্শনী হবে তখন কিনতে পারবেন ক্রেতারা।’

হোন্ডা মূলত জাপানি কোম্পানি হলেও ভারত ও বাংলাদেশে এই বাইক অ্যাসেম্বেলিং করা হয়।

নতুন গ্রাফিক্সের লিভোর ডিস্ক ব্রেক ভার্সনের দাম দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৬ হাজার টাকা। ড্রাম ব্রেক ভার্সনের দাম ১ লাখ ৭ হাজার টাকা।

লিভোতে আছে ১১০ সিসির ইঞ্জিন। এর সামনের চাকায় ডিস্ক ব্রেক রয়েছে। বাইকটিতে সেলফ ও কিক স্টার্টার সংযোজন করা হয়েছে। ড্রাম ব্রেক ভার্সনেও বাইকটি পাওয়া যাচ্ছে।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :