পুকুর খননের দায়ে ইউপি চেয়ারম্যান কারাগারে

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ২০ জানুয়ারি ২০১৯, ১১:৪৩

অবৈধভাবে পুকুর খননের দায়ে রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রিয়াজুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমর কুমার পাল তাকে এই দণ্ড দেন।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার তিওরকুড়ি বিলে ফসলি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খনন করছিলেন চেয়ারম্যান রিয়াজুল। তাই কয়েক দিন আগে তাকে সতর্ক করা হয়। আইন অমান্য করে তিনি অবৈধভাবে পুকুর খনন চালিয়ে যাচ্ছিলেন। শনিবার বিকালে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় দণ্ড বিধির ১৮৬০ সালের গণউপদ্রব সৃষ্টি আইনের ২৯১ ধারায় তাকে সাত দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব জানান, ভ্রাম্যমাণ আদালত দণ্ডিত ইউপি চেয়ারম্যানকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর রাতেই কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/২০জানুয়ারি/আরআর/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :