এমবাপ্পে-কাভানির হ্যাটট্রিক, পিএসজির ৯ গোল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জানুয়ারি ২০১৯, ১৩:৫৮

দারুণ প্রতিশোধ নিল ফরাসি ক্লাব পিএসজি। ১০ দিন আগে ফ্রেঞ্চ কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে পিএসজিকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল গুইনগ্যাম্প। সেই গুইনগ্যাম্পকে গতকাল শনিবার বড় হারের লজ্জা দিয়েছে পিএসজি। লিগ ওয়ানের ম্যাচে কিলিয়ান এমবাপ্পে ও এডিনসন কাভানির হ্যাটট্রিক এবং নেইমারের জোড়া গোলে গুইনগ্যাম্পকে ৯-০ গোলে হারিয়েছে পিএসজি। ৯টি গোলের মধ্যে এমবাপ্পে ৩টি, কাভানি ৩টি, নেইমার ২টি ও মিউনিয়ার ১টি করে গোল করেন।

লিগে ১৯ ম্যাচ খেলে ৫৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে পিএসজি। ২১ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে সবার নিচে তথা ২০তম অবস্থানে রয়েছে গুইনগ্যাম্প। ৯-০ গোলে জিতলেও পিএসজির ইতিহাসে এটি বড় জয় নয়। ১৯৯৪ সালে ফ্রেঞ্চ কাপের একটি ম্যাচে ১০-০ গোলে জয় পেয়েছিল পিএসজি। ক্লাবটির ইতিহাসে সেটিই এখন পর্যন্ত বড় জয়। তবে নিজেদের ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে গুইনগ্যাম্পের বিপক্ষে জয়টিই পিএসজির সবচেয়ে বড় জয়।

এদিন ম্যাচের শুরুতে ১১তম মিনিটে নেইমারের গোলে এগিয়ে যায় পিএসজি। ৩৭তম মিনিটে এমবাপ্পের গোলে ব্যবধান ২-০ করে তারা। ৪৫তম মিনিটে এমবাপ্পে আবার গোল করেন। ৫৯তম মিনিটে নিজের প্রথম গোলটি করেন এডিনসন কাভানি। ৬৬তম মিনিটে আবার গোলের দেখা পান তিনি।

৬৮তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন নেইমার। বার্সেলোনা থেকে পিএসজিতে যাওয়ার পর লিগ ওয়ানে ৩৩ ম্যাচে নেইমারের এটি ৩২তম গোল। গত ৪৫ বছরে লিগ ওয়ানে এত দ্রুত সময়ে এত গোল করতে পারেননি কোনো খেলোয়াড়।

৭৫তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন কাভানি। ৮০তম মিনিটে নিজের হ্যাটট্রিক গোলটি করেন এমবাপ্পে। লিগ ওয়ানে একই ম্যাচে একই দলের দুই খেলোয়াড়ের হ্যাটট্রিকের ঘটনা এর আগে ঘটেছিল ১৯৭৯ সালে। অর্থাৎ, দীর্ঘ ৪০ বছর পর এমন কৃতী গড়লেন কাভানি ও এমবাপ্পে। ম্যাচের শেষ গোলটি করেন থমাস মিউনিয়ার। ৮৩তম মিনিটে গোলটি করেন তিনি। এরপর আর কোনো গোল না হওয়ায় ৯-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

(ঢাকাটাইমস/২০ জানুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :