রায়পুরে কোস্টগার্ডের অভিযানে ১২মণ জাটকা জব্দ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জানুয়ারি ২০১৯, ১৭:৩০

লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি নৌকাসহ ১২মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রবিবার ভোরে এ অভিযান পরিচালিত হয় বলে জানান উপজেলা র্নিবাহী কর্মকতা ও র্নিবাহী ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায়।

কোস্টগার্ড জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে মেঘনা নদীতে অভিযান চালানো হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা নৌকা থেকে লাফিয়ে পালিয়ে যায়। এ সময় একটি নৌকায় ১২টি ড্রামভর্তি জাটকা জব্দ করা হয়। প্রতিটি ড্রামে একমণ করে জাটকা ছিল। পরে ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায় উদ্বারকৃত মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করেন।

উপজেলা চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার বলেন, গত ১২ নভেম্বর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত নদীতে ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময়ের মধ্যে জাটকা বিক্রয় ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসন আইনগত ব্যবস্থা নেবে।

ঢাকাটাইমস/২০জানুয়ারি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :