ফেদেরারকে হারিয়ে সিতসিপাসের ইতিহাস

প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৯, ১৮:১৭ | আপডেট: ২০ জানুয়ারি ২০১৯, ২০:১১

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

২০ বছরের টগবগে তরুণ স্টেফানোস সিতসিপাস হারিয়ে দিলেন ইতিহাসের সেরা টেনিস তারকা রজার ফেদেরারকে। রবিবার অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলোতে সুইস কিংবদন্তিকে সিতসিপাস পরাজিত করেন ৬-৭ (১১/১৩), ৭-৬ (৭/৩), ৭-৫, ৭-৬ (৭/৫) গেমে।

অস্ট্রেলিয়ান ওপেনের টানা দুইবারের চ্যাম্পিয়ন ফেদেরারকে হারানোর মধ্য দিয়ে ইতিহাস গড়লেন সিতসিপাস। প্রথম গ্রীক তারকা হিসেবে কোনো গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে ওঠলেন তিনি। 

২০১৭ সালের শেষের দিকে ক্যারিয়ারের প্রথম এটিপি ম্যাচ খেলেন সিতসিপাস। পরের বছরই তিনটি এটিপি ট্যুর ফাইনালে খেলেন গ্রীক তরুণ। এর মধ্যে কানাডিয়ান ওপেনে জেতেন শিরোপা। ওই টুর্নামেন্টগুলোতে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা তারকাদের হারিয়ে আলোচনায় আসেন সিতসিপাস। এবার তো ক্যারিয়ারের শ্রেষ্ঠ জয়টা পেলেন।

সেমিফাইনাল নিশ্চিত করতে সিতসিপাসকে লড়তে হবে স্পেনের রবার্তো বাতিস্তা আগুতের বিপক্ষে। যিনি শেষ ষোলোতে হারিয়েছেন ষষ্ঠ বাছাই মারিন সিলিচকে। 

(ঢাকাটাইমস/২০ জানুয়ারি/ এবিএ)