নয় অতিরিক্ত সচিবের দপ্তর বদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২০ জানুয়ারি ২০১৯, ১৯:০৯

নয় অতিরিক্ত সচিবের দপ্তর বদল হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ জারি করে।

এর মধ্যে মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ছয়জন অতিরিক্ত সচিবের দপ্তর বদল হয়েছে। তাদের মধ্যে- ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তৌফিকুল আলমকে তথ্য কমিশনের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাক হাসানকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের চেয়ারম্যান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির পরিচালক ড. পিয়ার মোহাম্মদকে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির এমডিএস, আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ভূবন চন্দ্র বিশ্বাসকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা, মুদ্রণ ও প্রকাশনা অধিপ্তরের পরিচালক মুহাম্মদ আল-আমিনকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া পৃথক আরেক প্রজ্ঞাপনে তিন অতিরিক্ত সচিবের দপ্তর বদল হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম মৃধাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানকৃত অতিরিক্ত সচিব ড. নাহিদ রশিদকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্তি, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য মকবুল হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংযুক্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এমএম/ইএস)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :