নরসিংদীতে শহীদ আসাদ দিবস পালিত

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জানুয়ারি ২০১৯, ২০:১৫

নরসিংদীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে শহীদ আসাদ দিবস। রবিবার সকালে শিবপুর উপজেলার ধানুয়া গ্রামে শহীদ আসাদের সমাধিস্থলে এসব কর্মসূচি পালিত হয়।

এ উপলক্ষে শহীদ আসাদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সাংসদ জহিরুল হক ভূঁইয়া মোহনের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল।

পরে আলোচনায় শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল হারিছ রিকাবদার বলেন, ‘৬৯-এর গণআন্দোলনের সূত্র ধরেই ১৯৭১ এর স্বাধীনতাযুদ্ধের শুরু এবং চূড়ান্ত বিজয় অর্জিত হয়। কিন্তু পাঠ্যপুস্তকে প্রকৃত ইতিহাস তুলে ধরার ব্যর্থতার কারণেই নতুন প্রজন্ম ৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের ইতিহাস জানতে পারছে না।’

প্রসঙ্গত, গণ-অভ্যুত্থানের মহানায়ক আমানুল্ল¬াহ মোহাম্মদ আসাদুজ্জামান ওরফে আসাদ উনসত্তরের ২০ জানুয়ারি ঢাকা মেডিকেলের সামনে পুলিশের গুলিতে শহীদ হন।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :