কৃষ্ণসাগরে মার্কিন রণতরি, নজর রাখছে রাশিয়া

প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৯, ২০:৩১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

মার্কিন নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ইউএসএস ডোনাল্ড কুক কৃষ্ণসাগরে ঢুকেছে। মার্কিন অপর এক রণতরি ওই অঞ্চলে মোতায়েনের দুই সপ্তাহের কম সময়ের মধ্য এটি সেখানে গেল। মস্কো বলেছে, মার্কিন রণতরির গতিবিধির ওপর কঠোর নজর রাখা হবে।

মার্কিন ষষ্ঠ নৌবহর এক বিবৃতিতে দাবি করেছে, নৌপথের নিরাপত্তা-সংক্রান্ত অভিযান এবং আঞ্চলিক নৌপথের স্থিতিশীলতা বাড়ানোর জন্য ওই এলাকায় রণতরি পাঠানো হয়েছে।

মার্কিন রণতরির উপস্থিতিতে ওই অঞ্চলে ন্যাটো ও মার্কিন মিত্রদের নৌ সক্ষমতা জোরদার হবে বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে। এ ছাড়া বিবৃতিতে কৃষ্ণসাগরে মার্কিন রণতরি মোতায়েনকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ছকবাঁধা কাজ হিসেবে দাবি করা হয়।

মার্কিন রণতরির ওপর নজর রাখার জন্য রুশ নৌবাহিনী টহল জাহাজ পাঠিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, পরিস্থিতির ওপর নজর রাখার জন্য ইলেক্ট্রনিক এবং কারিগরি পথও বেছে নেওয়া হবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী কৃষ্ণসাগরে মার্কিন রণতরির ২১ দিনের বেশি থাকার অধিকার নেই বলে এই বিবৃতিতে উল্লেখ করা হয়।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এসআই)