এসিল্যান্ডকে মারধরে মামলা, গ্রেপ্তার ৭

প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৯, ২১:২৯

ব্যুরো প্রধান, রাজশাহী

রাজশাহীর বাঘা উপজেলার এসিল্যান্ড পিএম ইমরুল কায়েসকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। প্রায় অর্ধ শতাধিক ব্যক্তিকে আসামি করে রবিবার সকালে উপজেলা ভূমি অফিসের চেইনম্যান শামসুল ইসলাম বাদী হয়ে বাঘা থানায় মামলাটি করেছেন। এ মামলার সাত আসামিকে পুলিশ গ্রেপ্তারও করেছে।

তারা হলেন- উপজেলার হরিরামপুর গ্রামের আবুল বাসার, বেলাল হোসেন, আলাইপুর গ্রামের শফিকুল ইসলাম, মিনারুল ইসলাম, শফিকুল ইসলাম, নবাব আলী ও কলিগ্রামের সুলতান হোসেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী জানান, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, এ ঘটনার নিন্দা জানিয়ে দুপুরে মানববন্ধন করে উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদের সামনে আয়োজিত এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

প্রসঙ্গত, শনিবার দুপুরে বাঘার আলাইপুর-হরিরামপুর এলাকার পদ্মা নদীতে একটি বালুমহাল পরিদর্শনে গিয়ে বৈধ কাগজপত্র দেখতে চান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিএম ইমরুল কায়েস। এ সময় বালুদস্যুরা এসিল্যান্ড ও তার গাড়ি চালকের ওপর হামলা চালান। এতে তারা আহত হন।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এলএ)