৪৬৯ পাখির জীবন বাঁচাল র‌্যাব

প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৯, ২৩:২১

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আব্দুল্লাহপুর বাজারে বিক্রি হচ্ছিল দেশি নানা প্রজাতির ও বিলুপ্তপ্রায় পাখি। ঘুঘু, ময়না, শালিক, টিয়াসহ অন্য পাখিগুলো উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে এনে বিক্রি করা হচ্ছিল। 

খবর পেয়ে রবিবার ওই বাজারে অভিযান চালায় র‌্যাব-১। অভিযানে উদ্ধার করা হয় ৪৬৯টি পাখি, গ্রেপ্তার করা হয় ১০ পাখি বিক্রেতাকে। পরে তাদের এক মাস থেকে ছয় মাস করে সাজা দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। পাখিগুলো অবমুক্ত করা হয় জাতীয় সংসদ ভবন এলাকায়।

বেলা ১১টা থেকে বিকাল পর্যন্ত অভিযান পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। সঙ্গে ছিলেন র‌্যাব-১ ও বন বিভাগের বন্য প্রাণী অপরাধ দমন বিভাগের কর্মকর্তারা।

সারোয়ার আলম ঢাকা টাইমসকে বলেন, ‘বেশ কিছুদিন ধরে আব্দুল্লাহপুর বাজার এলাকায় দেশীয় নানা প্রজাতির পাখি বিক্রি হচ্ছিল। গতকাল উদ্ধার হওয়া পাখিগুলোর মধ্যে রয়েছে ঘুঘু, শালিক, টিয়া ও ময়না। সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।’

এর আগেও এমন অভিযান চালানো হয়েছে। যারাই এসব পাখির ব্যবসা করবেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সারোয়ার আলম।

ঢাকাটাইমস/২০জানুয়ারি/এসএস