আফগানিস্তানে গাড়িবোমা বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য নিহত

প্রকাশ | ২১ জানুয়ারি ২০১৯, ১৮:৫৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

আফগানিস্তানে একটি সামরিক ঘাঁটিতে গাড়ি বোমা হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনীর অন্তত ১২ সদস্যকে হত্যা করেছে তালেবান। গতকাল দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ময়দানের ওয়ারদাকে হামলার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, জঙ্গিরা একটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানোর পর দুই বন্দুকধারী ঘাঁটিতে প্রবেশ করে হামলা চালায়। এ ঘটনায় আরও ২৮ নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছেন তারা।

ময়দান ওয়ারদাক প্রদেশের গভর্নরের মুখপাত্র মহিবুল্লাহ শরিফজাই জানান, দুজন বন্দুকধারী ঘাঁটিতে প্রবেশের চেষ্টা করলে গুলিতে নিহত হয়। দ্বিতীয় আরেকটি বিস্ফোরক ভর্তি গাড়ি আটক করা হয়েছে এবং বোমা নিস্ক্রিয় করা হয়েছে।\

দেশটির বিদ্রোহী জঙ্গিগোষ্ঠী তালেবান হামলার দায় স্বীকার করেছে। প্রদেশটির স্বাস্থ্য পরিচালক মোহাম্মদ সালেম আসগারখিল জানান, আহত ২৮ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এসআই)