খাল দখলদারদের মেয়র খোকনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১৯:১৬ | প্রকাশিত : ২১ জানুয়ারি ২০১৯, ১৯:১৪

খাল দখলদাররা যে মতাদর্শের লোকই হোক বা যে দলেরই হোক না কেন কাউকেই একবিন্দুও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। সোমবার রাজধানীর ধোলাইরপাড় এলাকা থেকে কুতুবখালি খালের পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে সাংবাদিকদের এ কথা বলেন মেয়র। এসময় খাল দখলমুক্ত করার কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

সাঈদ খোকন বলেন, ‘খালগুলোই ঢাকার প্রাণ। কাজেই খালের উদ্ধার অভিযানকে ছোট করে দেখার কোনো কারণ নেই। ঢাকাকে বাঁচাতে যেকোনো মূল্যে খাল উদ্ধার করতে চাই আমরা। খাল দখলমুক্ত করে স্বচ্ছ ধারার জলধারা চালু করতে ডিএসসিসি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। খাল দিয়ে যেন জলযান চলতে পারে, সেই ব্যবস্থাই আমরা করব। এক্ষেত্রে খাল দখলদারদের কোনো ছাড় দেয়া হবে না।’

খাল দখলমুক্ত করার কার্যক্রম পরিদর্শনকালে মেয়রের সঙ্গে সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর জাহিদ হোসেনসহ বাংলাদেশ সেনাবাহিনী এবং করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/আরকে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :