চট্টগ্রামে ২৮৩ বিনামূল্যের পাঠ্যবইসহ যুবক আটক

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জানুয়ারি ২০১৯, ১৯:২২

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা এলাকায় একটি বইয়ের দোকান থেকে ২৮৩টি বিনামূল্যের পাঠ্যপুস্তকসহ এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তার নাম স্নেহাশীষ তালুকাদার প্রকাশ জুয়েল (২৮)।

রবিবার রাতে আন্দরকিল্লার ওয়ালী ম্যানসনের প্রকাশ বিচিত্রা নামক ওই বইয়ের দোকান থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় পলাতক রয়েছেন দোকান মালিক দেবাশীষ তালুকদার।

জব্দকৃত বইয়ের মধ্যে প্র্রথম শ্রেণি থেকে নবম-দশম শ্রেণি পর্যন্ত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বই রয়েছে।

মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক স্নেহাশীষ জানান, তিনি এবং দোকান মালিক দেবাশীষ তালুকদার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার জন্য সরকারের বিনামূল্যে বিতরণকৃত পাঠ্যবই অসাধু উপায়ে নগদ টাকায় সংগ্রহ করেছেন।

এ ঘটনায় আটক স্নেহাশীষ ও দোকান মালিক দেবাশীষের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ঢাকাটাইমস/২১জানুয়ারি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :