ছিনতাইকালে ছয় নারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

প্রকাশ | ২১ জানুয়ারি ২০১৯, ১৯:২৭

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকাটাইমস)

ঢাকার সাভারে যাত্রীবাহী বাসে এক নারীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালানোর সময় ছয় নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে অন্য যাত্রীরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সাভার পৌর এলাকার গেন্ডা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

আটককৃত নারীরা হলেন- মারুফা, মিতু, মায়েরুন, কমলা, ফরিদা, বানেছা ও জামেলা। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী বাসযাত্রীরা বলেন, একটি যাত্রীবাহী বাসের মধ্যে বসে থাকা এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিচ্ছিল যাত্রীবেশী ছয় নারী ছিনতাইকারী। এসময় বিষয়টি টের পেয়ে অন্য যাত্রীরা সংঘবদ্ধ চক্রটির ছয় সদস্যকে হাতেনাতে আটক করে। পরে তাদের গণধোলাই দিয়ে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবিদ হোসেন খান ঢাকা টাইমসকে বলেন, গণধোলাইয়ের শিকার ছয় নারী ছিনতাইকারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/জেবি)