‘রাব্বীর বোলিং পার্থক্য গড়ে দিয়েছে’

প্রকাশ | ২১ জানুয়ারি ২০১৯, ১৯:৫১

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা ছিল ১৭৭। সেই লক্ষ্যে ভালোভাবেই এগোচ্ছিল তারা। কিন্তু দলের শেষ চার রানে চার উইকেট হারিয়ে ম্যাচ হেরে যায় তারা। এর মধ্যে ১৮তম ওভারে শহীদ আফ্রিদি, লিয়াম ডসন ও মোহাম্মদ সাইফউদ্দিনের মতো হার্ডহিটার ব্যাটসম্যানদের সাজঘরে ফেরান রাজশাহী কিংসের পেসার কামরুল ইসলাম রাব্বী। ১৯তম ওভারে মোস্তাফিজুর রহমান এসে মেহেদী হাসানকে আউট করে দলের জয় নিশ্চিত করেন।

কুমিল্লার ব্যাটসম্যান শামসুর রহমান শুভ মনে করেন, মাত্র চার রানের মধ্যে চার উইকেট পড়ে যাওয়াটাই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। ১৭৭ রান রান চেজেবল ছিল কিনা? সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তরে শামসুর রহমান বলেন, ‘আসলে টি-টোয়েন্টির জন্য এইসব রান চেজেবল। দুর্ভাগ্য, আমরা ভালো খেলতে পারিনি। রাজশাহী কিংস কৃতিত্ব দিতে হবে। তাদের দুজন ব্যাটসম্যান খুব ভালো ব্যাটিং করেছে। শেষের দিকে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পারিনি। এই কারণে ওদের ১৪০ বা ১৫০ এর মধ্যে আঁটকাতে পারিনি।’

দলের ব্যাটিং নিয়ে তিনি বলেন, ‘আমরা যখন ব্যাটিংয়ে ছিলাম ম্যাচটা আমাদের থেকে কখনোই দূরে চলে যায়নি। একটা পর্যায়ে ৪ রানের মধ্যে ৩-৪টা উইকেট পড়ে গেছে। এই জায়গাটায় আমার মনে হয় দুইটা দলের মাঝে পার্থক্য হয়ে গেছে। আর মোস্তাফিজ এবং রাব্বী খুব ভালো বল করছে। ওরা ওদের প্ল্যানিংয়ে সফল হয়েছে। যে কারণে আমরা আমাদের প্ল্যান থেকে বাইরে চলে গেছি।’ 

রাব্বী তিন ওভারে দশ রান দিয়ে চার উইকেট নেন। রাব্বীকে নিয়ে শামসুর রহমান বলেন, ‘রাব্বী সবসময় ভালো বোলার। বাংলাদেশের হয়ে টেস্ট, ওয়ানডে সবই খেলেছে। বিপিএলে ওকে ভিন্ন রূপে দেখছি। প্রথম দিকে ম্যাচ খেলেনি, সুযোগ পাওয়ার পর ভালো খেলছে। যখন দরকার তখন ব্রেক থ্রু এনে দিচ্ছে। আশা করি সে আরো ভালো করবে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে সোমবার দিনের প্রথম ম্যাচে রাজশাহী কিংসের কাছে ৩৮ রানে হারে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রাজশাহীর ইংলিশ ক্রিকেটার লরি ইভান্স আজ সেঞ্চুরি করেন। এবারের বিপিএলে এটি প্রথম সেঞ্চুরি।

(ঢাকাটাইমস/২১ জানুয়ারি/এসইউএল)