বাকৃবিতে শিক্ষার্থীকে হল বের করে দিলো ছাত্রলীগ

বাকৃবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জানুয়ারি ২০১৯, ২২:২১

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শাহজালাল হল ছাত্রলীগের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে রুম থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে। সোমবার বেলা ১১টার দিকে শাহজালাল হলের ১০৯ নং রুমে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী রাসেল হাসান বলেন, ‘বেলা ১১টার দিকে হলের শাহজালাল হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান শাকিল ও তার কয়েকজন বন্ধু আমাকে মারার জন্য রুমে লাঠিসোঠা নিয়ে আসেন। এক পর্যায়ে আমার সিট থেকে আমার বেডিংপত্র রুমের বাইরে ফেলে দিয়ে বলে রুমে আমার কোন সিট নেই। আমি যেন হলের প্রভোস্টের কাছ থেকে সিট নেই। কিছুদিন আগে থেকেই হলের ছাত্রলীগের কর্মীরা আমাদের রুমমেটদের মানসিক নির্যাতন করে আসছেন। বাকৃবি ছাত্রলীগের সহ-সভাপতি শফিউল আলম অন্য হলের এক জুনিয়র শিক্ষার্থীর কাছ থেকে টাকা নিয়ে আমার সিটে তাকে উঠায়।’

এদিকে টাকা নেয়ার বিষয়ে বাকৃবি ছাত্রলীগের সহ-সভাপতি শফিউল আলম অভিযোগ অস্বীকার করেন। বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। এ বিষয়ে আমি কিছু জানি না।’

শাহজালাল হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান শাকিল বলেন, ‘হলে সিট সংকটের কারণে রাসেলের রুমে আর একজনকে ঢুকানো হয়েছে।’

হল প্রভোস্ট ড. গোপাল দাস বলেন, ‘এ বিষয়ে ভুক্তভোগীর কাছে থেকে আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং সকল বিষয়ে অবগত আছি। অভিযোগের সত্যতা যাচায় করে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।’

শাহজালাল হলের ছাত্রলীগ সভাপতি আবু সাইদ বলেন, ‘ছাত্রলীগ কাউকে রুম থেকে বের করার ক্ষমতা রাখে না। এটি হল প্রশাসন দেখবে।’

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :