রাশিয়ার সমুদ্রে দুই জাহাজে অগ্নিকাণ্ডে নিহত ১৪

প্রকাশ | ২২ জানুয়ারি ২০১৯, ১২:৪৩ | আপডেট: ২২ জানুয়ারি ২০১৯, ১৮:৫১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

রাশিয়ার কাছে কার্চ প্রণালীতে দুটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। জাহাজ দুটিতে ভারতীয়, তুর্কি ও লিবিয়ার ক্রু ছিলেন।

সোমবার রাশিয়া ও ক্রিমিয়ার মধ্যবর্তী কার্চ প্রণালীতে জাহাজদুটিতে আগুন লাগে। দুটি জাহাজেই তানজানিয়ার পতাকা উড়ছিল। একটি জাহাজে ছিল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ও আরেকটি ছিল ট্যাংকার। একে-অপরের থেকে জ্বালানি নেওয়ার সময়ই জাহাজ দুটিতে আগুন ধরে যায়।

রাশিয়ার সংবাদ সংস্থা জানিয়েছে, ক্যান্ডি নামক জাহাজটিতে ছিলেন ১৭ জন ক্রু। এর মধ্যে ৯ জন তুরস্ক ও ৮ জন ভারতের নাগরিক। অপর জাহাজ মায়েস্ত্রোতে ছিলেন ১৫ জন ক্রু। তাদের মধ্যে ৭ জন তুরস্কের, ৭ জন ভারতের এবং লিবিয়ার একজন।

রাশিয়ার মেরিটাইম সংস্থার মুখপাত্র জানিয়েছেন, ‘কোনো একটি জলযানে হয়ত বিস্ফোরণ হয়েছিল। সেখান থেকেই অন্য জাহাজেও আগুন ছড়িয়ে পড়ে।‘

জাহাজ থেকে ঝাঁপিয়ে পড়ে আগুন থেকে রক্ষা পেয়েছেন ৩৬ জন। এখনও পর্যন্ত সমুদ্র থেকে ১২ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ৯ নাবিক। খারাপ আবহাওয়ার জন্য উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলকে।

ঢাকা টাইমস/২২জানুয়ারি/একে