ভোক্তার অভিযোগ বেশি অনলাইন কেনাকাটায়

জহির রায়হান
 | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০১৯, ১৩:০০

বেসরকারি চাকরিজীবী আসাদুজ্জামান। ‘আজকের ডিল’ নামে একটি অনলাইন মার্কেট থেকে স্মার্টওয়াচের স্ক্রিন প্রটেক্টর কিনে ঠকেছেন। পাঠানোর কথা কাচের প্রটেক্টর। কিন্তু পাঠানো হয় পাতলা পলিথিন।

অভিযোগ করেন আসাদ। কিন্তু তার আসল পণ্য দিতে গড়িমসি চলতে থাকে। অনেকবার যোগাযোগের পর এক মাস লাগে তার কাক্সিক্ষত পণ্য পাঠাতে। এত সময় লাগার কারণ জানতে চাইলে কাস্টমার কেয়ার থেকে বলা হয়, আসলেই ভুল পণ্য দেওয়া হয়েছে কি না তা যাচাই করতেই এই সময় লেগেছে।

অনলাইনে কেনাকাটা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে ভোক্তার প্রতারণা। ছবিতে যে পণ্য দেখানো হয়, অনেক ক্ষেত্রেই তা পাঠানো হয় না। কেউ কেউ অগ্রিম টাকা নিয়ে পণ্য পাঠায়, ফলে কিছুই করার থাকে না ভোক্তার। ‘ক্যাশ ইন ডেলিভারি’র ক্ষেত্রে আবার পণ্য ফেরত পাঠাতে হলে মাশুল দিতে হয়। ফলে পণ্যও পান না ভোক্তা, সময়ের পাশাপাশি গচ্চা যায় টাকা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও বলছে, ইদানীং অনলাইনে কেনাকাটায় প্রতারণার অভিযোগই বেশি আসছে। অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস ঢাকা টাইমসকে বলেন, ‘দেখা যায় অনেকে টাকা দিয়েছে, কিন্তু পণ্য আর পাচ্ছে না। আবার দেখা যায় পণ্য পেতে দেরি হচ্ছে। পণ্যের মান ঠিক থাকছে না।’

‘এ ছাড়া মোড়কের গায়ে সংশ্লিষ্ট পণ্যের খুচরা বিক্রয়মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ইত্যাদি লেখা থাকে না।

যেসব অনলাইন মার্কেটের বিরুদ্ধে ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ এসেছে তার মধ্যে অনলাইন মার্কেট দারাজ ডটকম, সাদমার্ট গ্লোবাল, আজকের ডিল, চাল ডাল ডটকম আছে। এগুলো প্রসিদ্ধ অনলাইন মার্কেট প্লেস।

এসবের বিরুদ্ধে অভিযোগ এলে দুই পক্ষকে ডেকে অভিযোগের বিষয়ে শুনানি হয়। কিন্তু বিডি শপ ডটকম, এ এক্সপ্রেস বিডি, ই কাইড মার্টসহ আরও কিছু অনলাইনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি তাদের স্থায়ী ঠিকানা না থাকায়।

জান্নাতুল ফেরদাউস বলেন, ‘যেসব অনলাইন মার্কেটের ঠিকানা রয়েছে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারি। আর কিছু অনলাইন মার্কেটের বিরুদ্ধে অভিযোগ পাই, যার ঠিকানাই নেই। এদের তো আমরা আর খুঁজে পাই না। তাই ভোক্তাদেরও কেনাকাটায় সতর্ক হতে হবে, তারা যেন মানসম্পন্ন অনলাইন থেকে পণ্য কেনে।’

অনলাইন মার্কেটের বিরুদ্ধে অভিযোগ করার সুযোগ বেশি থাকার একটি কারণ হলো, কেনাকাটার প্রমাণ করার জন্য অনেক ডকুমেন্ট থাকে। আর বাইরে কেনাকাটা করলে দেখা যায় অনেক প্রতিষ্ঠান কেনাকাটার রসিদই দেয় না। আর রসিদ না দিলে তো অভিযোগ প্রমাণ করা কষ্টকর হয়ে পড়ে।

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

র‌্যাবের নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব নিলেন কমান্ডার আরাফাত ইসলাম

ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ছয় দিনের সফরে আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

পাঁচ দিনে হিট স্ট্রোকে প্রাণ গেল ২৫ জনের

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতি নেই: যুক্তরাষ্ট্র

ট্রেনভাড়া বাড়ছে না, ভর্তুকি প্রত্যাহার হচ্ছে: রেলমন্ত্রী

তীব্র তাপপ্রবাহ: মন্ত্রণালয়কে একগুচ্ছ সুপারিশ সংসদীয় স্থায়ী কমিটির

চলমান তাপপ্রবাহ: সারাদেশে গাছ লাগানোর নির্দেশনা

উপজেলায় ভোটের আগেই ৭ চেয়ারম্যান ও ৯ ভাইস চেয়ারম্যান নির্বাচিত

বিআইআইএসএসে ‘লেবার মাইগ্রেন্টস ফরম সাউথ এশিয়া’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

এই বিভাগের সব খবর

শিরোনাম :