বাগেরহাটে সড়কে প্রাণ গেল তিনজনের

প্রকাশ | ২২ জানুয়ারি ২০১৯, ১৩:৫৪

বাগেরহাট প্রতিবেদক, ঢাকা টাইমস

বাগেরহাটের ফকিরহাটে দুরপাল্লার বাসের সঙ্গে ট্রাকের মুখোমূখি সংঘর্ষে তিনযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত  আটজন। মঙ্গলবার দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কলমের দোকান এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

হতাহতদের উদ্ধার করতে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।  বাস ট্রাক সংঘর্ষের পর ওই মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

মহাসড়ক পুলিশের কাটাখালী থানার উপপরিদর্শক (এসআই) মলায়েন্দ্র নাথ রায় বলেন, মঙ্গলবার দুপুরে খুলনা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস।

বাসটি ফকিরহাটে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমূখি সংঘর্ষ হয়। এতে টুঙ্গিপাড়া পরিবহনের দুই যাত্রী ও ট্রাকচালক ঘটনাস্থলেই মারা যান।

আহত হয়েছেন বেশকয়েকজন। দুর্ঘটনার পর খুলনা-মাওয়া মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যান চলাচল বন্ধ রয়েছে।

ঢাকা টাইমস/২২জানুয়ারি/প্রতিবেদক/ওআর