বিএনপি হারেনি, হেরেছে মুক্তিযুদ্ধের চেতনা: ফখরুল

প্রকাশ | ২২ জানুয়ারি ২০১৯, ১৮:১০ | আপডেট: ২২ জানুয়ারি ২০১৯, ১৮:১৩

ঠাকুরগাঁও প্রতিবেদক, ঢাকাটাইমস

৩০ ডিসেম্বরের ভোটে বিএনপি হারেনি বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ‘পরাজিত হয়েছে গণতন্ত্র, পরাজিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা।’

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও পৌর মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনোত্তর মতবিনিময়ে বক্তব্য রাখছিলেন ফখরুল। তিনি এই আসনের প্রার্থী ছিলেন, যেখানে প্রায় এক লাখ ভোটে হেরেছেন নৌকা প্রতীক নিয়ে লড়া রমেশ চন্দ্র সেনের কাছে।

তবে ফখরুল হার স্বীকার করতে নারাজ। বলেন, ‘এখানে পরাজিত হয়েছে আওয়ামী লীগ, পরাজিত হয়েছে সরকার, এখানে পরাজিত হয়েছে মানুষের সুস্থ ভাবনা চিন্তা, পরাজিত হয়েছে ৭১ এর মুক্তিযুদ্ধের চেতনা।’

‘শুধু বাঙলাদেশে নয় সারাদেশে এই চেতনাটা পরাজিত হয়েছে। আমাদের সকল মুল্যবোধগুলো রাতের আঁধারে ডাকাত এসে ডাকাতি করে নিয়ে গেছে। আমাদের সমস্ত শুভ চিন্তা, ভাবনা সবকিছুকে অকস্মাৎ কেড়ে নেওয়া হয়েছে।’

কর্মী সমর্থকদের বিএনপি মহাসচিব বলেন, ‘আমি মনে করি, আপনাদের জয় হয়েছে। আপনারা জয়ী হয়েছেন। আমার বিশ্বাস ছিল, এই আসনে বিএনপি জয়ী হবে। কিন্তু সেটা হতে দেয়নি বর্তমান সরকার ও রাষ্ট্রযন্ত্র।’

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র, বিএনপির নেতা শরিফুল ইসলাম শরীফ, পয়গাম আলী, আফাজ উদ্দীন ভুইয়া, আনছারুল হক প্রমুখ।