সবার সঙ্গে কথা বলে নবম ওয়েজবোর্ড

গণমাধ্যমের সঙ্গে যুক্ত সব পক্ষের বক্তব্য শুনে নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। যারা সংবাদপত্রে কাজ করেন তাদের বেতন-ভাতাদি যাতে নিশ্চিত হয় সেই লক্ষে নবম ওয়েজ বোর্ড নিয়ে সরকার কাজ করছে বলে জানান মন্ত্রী।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, ‘ওয়েজবোর্ড সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির গেজেট হওয়ার পর আমরা সভা আহ্বান করবো। এরপরই আমরা নবম ওয়েজবোর্ড বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবো।’
তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা বলতে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গণমাধ্যমবান্ধব সরকার। তার নেতৃত্বে বাংলাদেশ গণমাধ্যমের ব্যাপক বিকাশ হয়েছে। একটা সময় বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল আট লাখ আর এখন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা হচ্ছে নয় কোটি। বর্তমানে যা একশ গুণেরও বেশি।’
হাছান মাহমুদ জানান, নবম ওয়েজবোর্ড নিয়ে কাজ করতে সাত সদস্যের মন্ত্রিসভার কমিটি হয়েছে। এই কমিটি গত সোমবারের মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিটির প্রস্তাব মন্ত্রিপরিষদ সভায় তোলার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তা অনুমোদন দেন। এজন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএফইউজের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব সাবান মাহমুদ, ডিইউজের সভাপতি আবু জাফর সূর্য্য, মহাসচিব সোহেল হায়দার চৌধুরী প্রমুখ।
(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এমএম/জেবি)
সংবাদটি শেয়ার করুন
গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত
গণমাধ্যম এর সর্বশেষ

বিশ্বে বাংলাদেশের সাংবাদিকরা বেশি স্বাধীনতা ভোগ করছেন

সাংবাদিকতায় অবদানে পাঁচ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান পুরস্কৃত

নবম ওয়েজবোর্ডের প্রজ্ঞাপন শিগগির: তথ্যমন্ত্রী

ওয়ালটনের নির্বাহী পরিচালক হলেন উদয় হাকিম

সম্প্রচার সাংবাদিকরা কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছবেন: স্পিকার

সাংবাদিককে ‘আত্মহত্যা করতে বললেন’ সচিব

সাংবাদিক ওবায়দুল মোকাদ্দেস চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

বইমেলায় দর্শনার্থীদের আগ্রহে ‘ঢাকা টাইমস’

‘প্রতিকার না পাওয়ায় সাংবাদিকদের ওপর বারবার হামলা’
