গাজীপুরে ডিবি পরিচয়ে প্রতারণা, অস্ত্রসহ আটক ৩

গাজীপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০১৯, ১৮:৩০

গাজীপুরের মহানগরে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণাকালে তিনজনকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ১টি হাইস মাইক্রোবাস, দুইটি মোটরসাইকেল, দেশীয় কুড়াল ও দুইটি ছুরি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন সিটি করপোরেশনের হাতিয়ার এলাকার মো. আব্দুল জলিল, ভূরুলিয়া এলাকার মো. রায়হান আলী ও ক্ষুদে বরমী এলাকার আরিফ পালোয়ান।

র‌্যাব-১ পোড়াবাড়ি কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের জানান, হাতিয়াব এলাকার সরকার পাড়ার ইজ্জত আলী বসত বাড়ির ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১ এর একটি দল। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পুলিশের স্টিকার লাগানো অবস্থায় হাইস মাইক্রোবাস, দুটি মোটরসাইকেল, দেশীয় তৈরি দুটি কুড়াল, দুটি ছুরি উদ্ধার করা হয়।

আটককৃতরা দীর্ঘদিন যাবৎ ডিবি পুলিশের পরিচয় দিয়ে গাজীপুরের বিভিন্নস্থানে নিরীহ মানুষকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত বলে জানায় র‌্যাব। তারা সংগঠিত হয়ে মাইক্রোবাস নিয়ে এ কার্যক্রম পরিচালনা করতো বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদের জানায়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

ঢাকাটাইমস/২২জানুয়ারি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :