ঢাকা উত্তরে মেয়র পদে ভোট ২৮ ফেব্রুয়ারি

প্রকাশ | ২২ জানুয়ারি ২০১৯, ১৮:৩৩ | আপডেট: ২২ জানুয়ারি ২০১৯, ১৯:৫৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

আনিসুল হকের মৃত্যুতে ফাঁকা হওয়া মেয়র পদ পূরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ভোট হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত জানিয়েছেন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ।

২০১৭ সালের ৩০ নভেম্বর যুক্তরাজ্যে আনিসুলের মৃত্যুতে ফাঁকা হয় মেয়র পদটি। গত বছরের ২৬ ফেব্রুয়ারি ভোটের তারিখ ধরে ঘোষণা করা হয় তফসিল। তবে সিটি করপোরেশনে যুক্ত হওয়া ভাটারা এবং বেরাইদ ইউনিয়নের দুই চেয়ারম্যানের রিট আবেদনে ঝুলে যায় ভোট। তবে সম্প্রতি এই নিষেধাজ্ঞা তুলে দেয় হাইকোর্ট।

তফসিল অনুযায়ী, ৩০ জানুয়ারি মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ। ২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ৯ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। 

একই দিন কিশোরগঞ্জ-১ আসনেও উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

এই আসনে মনোনয়ন জমাদানের শেষ তারিখ ৩১ জানুয়ারি, যাচাই-বাছাই ৩ ফেব্রুয়ারি ও প্রত্যাহারের শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি। 

এছাড়াও, আসন্ন উপজেলা নির্বাচন পাঁচটি পর্যায়ে সম্পন্ন হবে বলে জানান হেলাল উদ্দিন। এর মধ্যে প্রথম পর্যায়ের ভোট অনুষ্ঠিত হবে আগামী ৮ ও ৯ মার্চ।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/জেআর/জেবি)