স্বাভাবিক জীবনে ফিরতে তিন মাদক কারবারির আত্মসমর্পণ

প্রকাশ | ২২ জানুয়ারি ২০১৯, ১৯:০৩

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি, ঢাকাটাইমস

স্বাভাবিক জীবনে ফিরতে বরিশালের আগৈলঝাড়া থানায় তিন মাদক কারবারি আত্মসমর্পণ করেছেন।
মঙ্গলবার সকালে থানা চত্বরে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেনের সভাপতিত্বে এক অনুষ্ঠানে তারা আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পনকারী মাদক কারবারিরা হলেন- উপজেলার বুধার গ্রামের অপূর্ব সমদ্দার, পশ্চিম বাকাল গ্রামের আ. রহিম খান বাচ্চু ও একই গ্রামের মো. জব্বার ফকির।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার বলেন, ‘সরকার সকলকে সুন্দরভাবে বাঁচার সুযোগ করে দিয়েছে। সমাজে নিজেদের ভাল হবার সিদ্ধান্তের সেই সুযোগ গ্রহণ করে তারা স্বাভাবিক জীবন যাপন করতে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। এটা রাষ্ট্রের জন্য ইতিবাচক দিক।’

তাদের বিরুদ্ধে মামলা থাকলেও তারা দোষ স্বীকার করে ক্ষমা চাইলে আদালত আত্মসমর্পনকারীদের জন্য ইতিবাচক ভূমিকা রাখবেন বলে আশা করেন তিনি।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এলএ)