ময়মনসিংহে অবৈধ দখল উচ্ছেদে অভিযান

প্রকাশ | ২২ জানুয়ারি ২০১৯, ১৯:২২

ব্যুরো প্রধান, ময়মনসিংহ

বিভিন্ন চক্রের দখলে থাকা নিজেদের মালিকানাধীন ভূমি পুনরুদ্ধারে অভিযান শুরু করেছে নবগঠিত ময়মনসিংহ সিটি করপোরেশন। মঙ্গলবার সকাল থেকে এই অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্বদানকারী কর্মকর্তা দীপক মজুমদার জানান, নগরীর পাটগুদাম ব্রিজ মোড় ও স্টেশন রোডের মালগুদাম এলাকায় অবৈধভাবে জমি দখল করে গড়ে তোলা হয়েছে দোকানপাট। অবৈধ দখলদারদের এই কর্মকা-ে সিটি করপোরেশন এলাকায় ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে পড়ে।  বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণসহ সিটি করপোরেশনের জায়গা অবৈধভাবে দখল করে রেখেছে প্রভাবশালীরা। সিটি করপোরেশনের প্রশাসক ও সাবেক পৌর মেয়র ইকরামুল হক টিটুর নির্দেশে এই অভিযান চালানো হয় বলে জানান ওই কর্মকর্তা। তিনি জানান, সিটি করপোরেশনের জায়গা যাদের দখলে আছে তারা যত প্রভাবশালীই হোক তা উদ্ধার করা হবে।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/জেবি)