অটোস্ট্যান্ডের আধিপত্যের জেরে নিহত ১, আহত ৪

নিজস্ব প্রতিবেদক, পাবনা
 | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০১৯, ২০:২৮

পাবনা শহরের পৈলানপুরে অটোস্ট্যান্ডের আধিপত্য বিস্তার নিয়ে দুটি গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে ৪ জন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, নিহত যুবকের নাম অরিন। বয়স ১৮ বছর। তিনি শহরের পৈলানপুর মহল্লার ভুট্টু প্রামানিকের ছেলে। অরিন অটোস্ট্যান্ডের মাষ্টার ছিল।

এদিকে সংঘর্ষের কারণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শতাধিক দোকান বন্ধ হয়ে যায়। সংঘর্ষের সময় পৈলানপুরে ইয়াকুব আলী স্মৃতি সংঘ ক্লাবে ভাঙচুর করা হয়।

জানা যায়, পৈলানপুর মোড়ে অটোস্ট্যান্ডের দখল নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল বেলা ১২টার দিকে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ঘটনা বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ঢাকা টাইমসকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :