পূবাইলে পাঁচ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রকাশ | ২২ জানুয়ারি ২০১৯, ২০:৩৪

টঙ্গী (গাজীপুর) প্রতিবেদক

গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল মেঘডুবি এলাকায় গত সোমবার রাতে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় পাঁচজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

তারা হলেন সোহেল, ফয়সাল, রাব্বি, জালাল ও শাহিন আলম। তারা টঙ্গীর এরশাদনগরে বসবাস করেন।

পূবাইল থানার উপ-পরিদর্শক লুৎফর রহমান জানান, নগরীর মেঘডুবি এলাকায় অবস্থিত এস কে ক্যাবলস লিমিটেডের শ্রমিক উজ্জল ছুটির পর বাসায় ফেরার পথে একদল ছিনতাইকারী পথরোধ করে তার সঙ্গে থাকা ২২০০ টাকা ও দুটি মোবাইল সেট নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় এলাকাবাসী ধাওয়া দিয়ে করিম মার্কেট এলাকায় পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে গণধোলাই দেয়। পরে পূবাইল থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

পূবাইল থানার ওসি নাজমুল হক ভূইয়া জানান, গ্রেপ্তারদের কাছ থেকে দেশীয় অস্ত্র, নগদ টাকা, মোবাইল সেট, ডেবিট কার্ডসহ ছিনতাই কাজে ব্যবহৃত ইজিবাইক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায়  থানায় মামলা হয়েছে।