বেদে সম্প্রদায়ের পাশে কিশোরগঞ্জ জেলা প্রশাসন

কিশোরগঞ্জ প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০১৯, ২০:৩৯

সমাজের অবহেলিত বেদে সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন। বেদে পল্লীতে গিয়ে খোঁজ খবর নিয়েছেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। বিতরণ করেছেন কম্বল।

মঙ্গলবার কিশোরগঞ্জ জেলা সদরের কাটাবাড়িয়াস্থ বড়পুল এলাকায় ভাসমান বেদে সম্প্রদায়ের মধ্যে এসব বিতরণ করা হয়। জেলা প্রশাসককে দেখে তারা আবেগে আপ্লুত হয়ে পড়েন বেদে সম্প্রদায়ের লোকেরা। তারা বলেন, আমরা এই প্রথম একজন জনবান্ধব জেলা প্রশাসককে আমাদের কাছে এসে খোঁজ খবর নিতে দেখলাম। এ জন্য তারা খুব আনন্দিত বলে জানান।

এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সার্বিক সহযোগিতার আশ^াস দেন। অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. কামরুজ্জামান খানসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল জানান, শুধু এখানেই নয়, জেলা সদরের নতুন জেলখানা মোড়েও বেদে সম্প্রদায়ের মধ্যে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। ঢাকাটাইমস/২২জানুয়ারি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :