মির্জাপুর বিএনপির ৪০ নেতাকর্মী কারাগারে

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ৪০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে পুলিশের করা নাশকতার মামলায় টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো নির্দেশ দেন।
গত ৮ নভেম্বর দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই সোহাগপাড়া এলাকায় কনা সুইটমিটের সামনে নাশকতা চেষ্টার অভিযোগ এনে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫৯ নেতাকর্মীর নামে মামলা দেয় পুলিশ। মঙ্গলবার ওই হামলায় হাজিরা দিতে গেলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
এর আগে ওই মামলায় বিএনপি নেতাকর্মীরা হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। আগামীকাল বুধবার ছিল জামিনের শেষ দিন।
কারাগারে যাওয়া বিএনপির উল্লেখযোগ্য নেতাকর্মীদের মধ্যে আছেন মির্জাপুর উপজেলা বিএনপি সহসভাপতি নজরুল ইসলাস লিমটন, মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা ইব্রাহিম জিহাদী, উপজেলা ছাত্রলদ সভাপতি মো. ফরিদ মিয়া, ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুস সামাদ খান, সাধারণ সম্পাদক শহিদুর রহমান মৃধা পাষান, ভাওড়া ইউনিয়ন বিএনপি সভাপতি তপন হাসান খান, আনাইতারা ইউনিয়ন বিএনপির সভাপতি ময়নাল হক, গোড়াই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, আজগানা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ খান, সাধারণ সম্পাদক বজলুর রহমান বাদল, লতিফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আরিফ হোসেন, বহুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডিগ্রী, মহেড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী হোসেন খোকন, জামুর্কী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মঞ্জু ছাত্রদল নেতা ধ্রুব।
এদিকে মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী পুলিশের করা গায়েবি মামলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
ঢাকা টাইমস/২২জানুয়ারি/প্রতিনিধি/এমআর
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

টাঙ্গাইলে সড়কে প্রাণ ঝরল চালকসহ দুইজনের

রাজশাহী সীমান্তে বিজিবির গুলি, ফেনসিডিল জব্দ

কাভার্ডভ্যান কেড়ে নিল বাবা-ছেলের প্রাণ

সুন্দরগঞ্জে দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লায় হাসপাতালে আগুন, দগ্ধসহ আহত ১০

নিখোঁজ ইসমাইলকে ঢাকা মেডিকেলে খুঁজে বেড়াচ্ছেন স্বজনরা

চকবাজারের আগুনে নিহত শামছুল হকের দাফন সম্পন্ন

কাউসারের ব্যাংকার হওয়ার স্বপ্ন পুড়ল চকবাজারের আগুনে

চকবাজার ট্রাজেডি: ভ্যানেই পুড়ে মরল কুড়িগ্রামের তিন যুবক
