শাবিতে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু শুক্রবার

শাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০১৯, ২২:১৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী শুক্রবার থেকে পঞ্চমবারের মতো শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ইঞ্জিনিয়ারিং গবেষণা, উদ্ভাবন ও শিক্ষাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন-২০১৯।

শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ আয়োজনে এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার।

মঙ্গলবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন কনফারেন্স সেক্রেটারি ও সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. এম জহিরুল ইসলাম।

তিনি জানান, এই আন্তর্জাতিক সম্মেলন শেষ হবে ২৭ জানুয়ারি। এতে বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক ও গবেষকবৃন্দের ৪১৫টি গবেষণা প্রবন্ধ থেকে জমাকৃত ১৭৩টি প্রবন্ধ মৌখিক ও পোস্টার আকারে উপস্থাপন করা হবে।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :