ট্যানারির বর্জ্যে পোলট্র্রি খাদ্য: ছয় কারখানায় অভিযান

প্রকাশ | ২২ জানুয়ারি ২০১৯, ২২:২৪

নিজস্ব প্রতিবেদক, সাভার

সাভারে ট্যানারির বর্জ্য দিয়ে মাছ-মুরগির খাদ্য তৈরির অভিযোগ পেয়ে ছয়টি কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। পরে সেখান থেকে আটজনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা ও তুরাগ এলাকায় অবস্থিত কারখানাগুলোতে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চলে।

এ সময় কারখানাগুলোর অবৈধ মালামাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। আর আটক ৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

চামড়া শিল্পের পরিত্যক্ত বর্জ্য দিয়ে হাঁস-মুরগি ও পাখির খাবার তৈরির অভিযোগ পুরনো। যদিও একে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় আছে। প্রাণীরা এই ধরনের খাবার খেলে মাংস বিষাক্ত হয়ে যেতে পারে এবং এসব মাংস খেলে মানুষের ক্যান্সারসহ নানা জটিল রোগ হতে পারে।

তবে মোগড়াকান্দা ও তুরাগ এলাকায় কিছু কারখানায় গোপনে এই কাজ চলে আসছিল। আর এসব কারখানায় তৈরি হওয়া পোলট্রি খাদ্য দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো।

গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযান শেষে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, ওই কারখানাগুলোর মালিক ও জমির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

ঢাকাটাইমস/২২জানুয়ারি/ইএস/ডব্লিউবি