বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন স্মরণ

গোপালগঞ্জে তিন দিনব্যাপী নাট্যোৎসব

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
 | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০১৯, ২২:৩২

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে গোপালগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী নাট্য উৎসব শুরু হয়েছে। গোপালগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ নাট্যোৎসবের আয়োজন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গোপালগঞ্জ জেলা শাখা।

এতে অংশ নিচ্ছে জেলার ৬টি নাট্যদল অংশ নিচ্ছে। এগুলো হলো- বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট-মুকসুদপুর শাখা, গোপালগঞ্জ জেলা উদীচী শিল্পী গোষ্ঠী, জেলা শিল্পকলা একাডেমি, ত্রিবেনী গনসাংস্কৃতিক সংস্থা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জেলা শাখা, থিয়েটার বিল্ড ফর নেশন।

মঙ্গলবার সন্ধ্যায় উদ্বোধনী দিনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, মুকসুদপুর উপজেলা শাখা ‘একাত্তরের মুকসুদপুর’ এবং গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি ‘একাত্তরের যশোর রোড’ নাটক উপস্থাপন করে।

এর আগে জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী তিন দিন ব্যাপী এ নাট্য উৎসবের উদ্বোধন করেন।

ঢাকাটাইমস/২২জানুয়ারি/ডিএম

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :