মুক্তিযোদ্ধার সন্তানদের ৩০ শতাংশ কোটা পুনর্বহালের দাবি

ঢাকা টাইমস ডেস্ক
 | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০১৯, ২২:৩৯

মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’র কেন্দ্রীয় কমিটির সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের সহ মুক্তিযুুদ্ধ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির বলেছেন, ক্যাডার সার্ভিসে মুক্তিযোদ্ধার সন্তানদের বাদ দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা অসম্ভব। প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল না থাকলে দেশ থেকে ধীরে ধীরে মুক্তিযুদ্ধের চেতনা বিলীন হবে।

তাই অনতিবিলম্বে ৩০ শতাংশ কোটা পুনর্বহালে করার জন্য জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিনীত অনুরোধ জানান। মঙ্গলবার সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

হুমায়ুন কবির বলেন, ‘সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপহার। তার সঙ্গে মুক্তিযোদ্ধারা কখনো বেঈমানি করেননি। মুক্তিযোদ্ধার সন্তানরাও বঙ্গবন্ধুর উত্তরসূরিদের সঙ্গে বেঈমানি করবেন না।’

‘বিগত নির্বাচনে সারাদেশের মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা শেখ হাসিনার নেতৃত্বে অবিরাম কাজ করে গণতন্ত্রের বিজয় ছিনিয়ে এনেছেন। শত ষড়যন্ত্র মোকাবেলায় শেখ হাসিনার পাশে মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরসূরিরা আছেন এবং থাকবেন।’

তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধা কোটাভোগীদের মেধাহীন বলার কোনো সুযোগই নেই। কারণ তারা সকলের সঙ্গে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়ে মৌখিক পরীক্ষা পর্যন্ত পৌঁছান। তারপর মৌখিক পরীক্ষায় কৃতকার্য হলেই কোটা সুবিধায় তাদের চাকরি নিশ্চিত হয়। মেধাহীন কারোর চাকরি পাওয়ার সুযোগই নেই।’

‘একশ্রেণির বর্ণচোরা আমলারা চান না, মুক্তিযোদ্ধার উত্তরসূরিরা ক্যাডার সার্ভিসে কর্মকর্তা হোক। তাই তারা সুকৌশলে আন্দোলনের ভুল ব্যাখ্যা দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী গণতান্ত্রিক সরকারকে মুক্তিযোদ্ধা কোটা বাস্তবায়নের ক্ষেত্রে বাধার সৃষ্টি করছেন। এ বর্ণচোরাদের মুখোশ উন্মোচন করার এখনই উপযুক্ত সময়।’

সভায় সংগঠনের প্রেসিডিয়াম সদস্য হাজী এমদাদুল হক, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, প্রচার সম্পাদক শাহপরাণ সিদ্দিকী তারেক, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক সালাহউদ্দিনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২২জানুয়ারি/এইচএফ

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

মতিঝিলের ফুটপাতে পড়েছিল বৃদ্ধার মরদেহ

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ দালালকে সাজা

খিলক্ষেতে ৬০ কোটি টাকার খাসজমি উদ্ধার

রাজারবাগের পুকুরে ডুবে পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু, ধরা পড়ল সিসি ক্যামেরায়

চার নারী একসঙ্গে ওয়াশরুমে! সেই রাতে গুলশানে কী হয়েছিল, জানালেন ভুক্তভোগী

রাজধানীতে ছাদ থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যা

সংসদ এলাকায় ড্রোন উড়িয়ে আটক সাবেক এমপিপুত্র, ছাড়া পেলেন মুচলেকায়

গুলশানে ‘মাতাল’ হয়ে মারামারিতে জড়ানো তিন তরুণী গ্রেপ্তার, বারের বিরুদ্ধেও ব্যবস্থা

ভাষানটেকে সিলিন্ডার বিস্ফোরণ: মা ও স্ত্রীর পর না ফেরার দেশে লিটনও

ভাষানটেকে অগ্নিদুর্ঘটনা: মায়ের পর স্ত্রীও না ফেরার দেশে

এই বিভাগের সব খবর

শিরোনাম :