অপহরণের ১০ ঘণ্টার মধ্যে শিশু উদ্ধার

প্রকাশ | ২২ জানুয়ারি ২০১৯, ২২:৪১

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

গাজীপুরের শ্রীপুরে পাঁচ থেকে ছয় বছর বয়সী একটি শিশু কন্যাকে অপহরণের ১০ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে মুক্তিপণ দাবি করা ‘অপহরণকারী’কেও।

মঙ্গলবার সকালে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকা থেকে শিশুকে উদ্ধার করা হয়। আগের রাতে শিশুটির মা রাবিয়া খাতুন শ্রীপুর থানায় অপহরণ মামলা করেন।

পুলিশ জানায়, সোমবার দুপুরে বেড়াইদেরচালা আইডিয়াল স্কুলের সামনে থেকে কৌশলে অপহরণ করা হয় শিশু তাহমিনাকে। পরে বিকালে তার মায়ের কাছে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন শফিউল ইসলাম নামে একজন।

তাহমিনার মা পুলিশের কাছে অভিযোগ করলে পুলিশ শফিউলের মোবাইল ফোন ট্র্যাক করে তাকে খুঁজে বের করে। উদ্ধার করা হয় শিশু তাহমিনাকে উদ্ধার করে।

শ্রীপুর থানার উপপরিদর্শক রাজীব কুমার সাহা বলেন, ‘মায়ের কাছ থেকে মুক্তিপণ আদায়ে ফোনের সূত্র ধরেই অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়। অপহরণকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।’
মঙ্গলবার দুপুরে শফিউলকে আদালতে পাঠায় পুলিশ। বিচারক তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠান। শফিউলের বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাটে।