নির্যাতনের মিথ্যা মামলা করায় নারীর কারাণ্ড

প্রকাশ | ২২ জানুয়ারি ২০১৯, ২২:৪৩

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

নির্যাতনের অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় এক নারীকে এক বছরের সশ্রম কারাণ্ড দিয়েছে আদালত। তাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো দুই মাসের কারাণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার সুনামগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন এ রায় দেন।

সাজাপ্রাপ্ত ওই নারী হলেন গোপীনগর গ্রামের বিল্লাল আহমদের স্ত্রী হামিদা বেগম।

হামিদা বেগম ২০০৩ সালের ২৭ মার্চ একই উপজেলার হরিপদ গ্রামের ছালেক মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় একটি দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, ছালেক মিয়া তাকে নির্যাতন করেছেন।

দোয়ারা থানা পুলিশ তদন্ত করে মিথ্যা বলে আদালতে প্রতিবেদন দেয়। পরে আদালত মামলাটি খারিজ করে আসামিদের অব্যাহতি দেন।

পরে ভুক্তভোগী ছালেক মিয়া ওই নারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনায় পাল্টা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দেন।

শুনানি শেষে হামিদা বেগমের নারী নির্যাতনের অভিযোগে করা মামলাটি মিথ্যা বলে রায় দেন বিচারক। পরে তাকে এক বছরের সশ্রম কারাণ্ড দেয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নান্টু রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আদালত মিথ্যা মামলা দায়েরের কারণে হামিদা বেগমকে এই সাজা দেয়া হয়েছে।’

ঢাকাটাইমস/২২জানুয়ারি/ইএস