গাইবান্ধায় বাস-অটোভ্যান সংঘর্ষে নিহত দুই

গাইবান্ধা প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ০৯:৪৫ | প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০১৯, ০৯:২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্যামলী পরিবহণ নামের একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দু্ইজন নিহত হয়েছেন।

তারা হচ্ছেন ভ্যানযাত্রী আজাহার আলী ও ইমরান মিয়া। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানের চালকসহ আরও তিনজন। নিহত আজাহার আলী গোবিন্দগঞ্জ কাটাবাড়ি ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের জয়নাল মিয়ার ছেলে।আর ইমরান মিয়া একই ইউনিয়নের দুধিয়া গ্রামের আব্দুস ছামাদের ছেলে।

মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের বাগদা বাজার এলাকার ইউনিয়ন ভুমি অফিস সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, ছামাদ মিয়া, আশাদুল ও আশরাফুল ইসলাম। তাদের প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাগদা বাজার থেকে ব্যাটারিচালিত একটি ভ্যানে করে ৫-৬ জন যাত্রী কাঠারবাড়ী গ্রামে ফিরছিলেন। পথে বাগদা বাজারের ইউনিয়ন ভুমি অফিস সংলগ্ন সড়কের সামনে ভ্যানটি পৌঁছালে দিনাজপুর থেকে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহণ নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ভ্যানের চালকসহ যাত্রীরা ছিটকে সড়কে ওপরে পড়েন। ঘটনাস্থলেই ভ্যানে থাকা আজাহার আলী ও ইমরানের মৃত্যু হয়। আহত হন ভ্যানের চালকসহ তিনজন।

পরে খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বাসের চালক ও তার সহকারীকে আটক করে পুলিশে সোর্পদ করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আফজাল হোসেন ঢাকা টাইমসকে জানান, চালক বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন। ভ্যানটি সড়ক থেকে গ্রামের রাস্তায় নামার সময় এ সংঘর্ষ হয়।

নিহত দুইজনের লাশ তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আটক চালক-হেলপারসহ বাসটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলার প্রস্ততি চলছে।

ঢাকা টাইমস/২৩জানুয়ারি/প্রতিবেদক/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :