ঘুষের টাকাসহ কিশোরগঞ্জ ভূমি অফিসের কর্মী গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিবেদক
| আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১৬:০২ | প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০১৯, ১৪:২১

কিশোরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) অফিসের এক কর্মচারীকে হাতেনাতে ঘুষের টাকাসহ গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশনের একটি দল। জিজ্ঞাসাবাদে ওই কর্মী ঘুষ নেওয়ার কথা স্বীকারও করেছেন।

বুধবার দুদকের ময়মনসিংহ সমম্বিত অঞ্চলের পরিচালক কামরুল আহসানের নেতৃত্বে একটি দল সহকারী কমিশনার (ভূমি) অফিসে অভিযান চালিয়ে আটক করে জরিপকারী (সার্ভেয়ার) শাহাব উদ্দিনকে। তার হাত থেকে জব্দ করা হয় ঘুষ হিসেবে নেওয়া নগদ ১০ হাজার টাকা। পরে তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

দুদক কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, কিশোরগঞ্জ শহরের স্টেশন সড়কের বাসিন্দা প্রবাসী আবুল হেকিমের ভূমি সংক্রান্ত একটি মামলা আছে। এই মামলার নিষ্পত্তি করিয়ে দেওয়ার কথা বলে ভূমি অফিসের সার্ভেয়ারসহ কয়েকজন ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। খবর পেয়ে দুদক অভিয়ান চালায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করার পর কিশোরগঞ্জ সদর থানায় শাহাবউদ্দিনের বিরুদ্ধে মামলা হয়। তাকে বিচারিক হাকিম আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :