সিরাজগঞ্জ জুটমিলে আগুন, তদন্ত কমিটি গঠন

সিরাজগঞ্জ প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০১৯, ১৫:৩৭

সিরাজগঞ্জ জাতীয় জুটমিলে আগুনের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অগ্নিকা-ে ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে।

বুধবার সকাল দশটার দিকে তদন্ত কমিটি গঠন করা হয়। এর আগে সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় জুটমিলের ফিনিশিং সেকশনে অগ্নিকা-ের সূত্রপাত ঘটে। খবর পেয়ে সিরাজগঞ্জের তিনটি ও কামারখন্দের দুইটিসহ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জাতীয় জুটমিলের প্রকল্প প্রধান ও মহাব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম জানান, ফিনিশিং সেক্টরে রাখা বস্তার বেলে আগুন লাগায় প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনা তদন্তে প্রোডাকশন ম্যানেজার মো. রফিকুল ইসলামকে প্রধান করে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- প্রশাসন বিভাগের প্রধান সাফায়াত জামিল, হিসাব বিভাগের প্রধান মিলন চন্দ্র বর্মণ ও সিকিউরিটি অফিসার শাহীনুর রহমান। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/প্রতিবেদক/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :