‘জিপিএ ফাইভ নয়, ভালো মানুষ হতে হবে’

ফরিদপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০১৯, ১৭:২১

শিক্ষার্থীদের ভালো ফলাফল করার চেয়ে ভালো মানুষ হওয়ার তাগিদ দিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘সন্তানদের শুধু জিপিএ ফাইভ পেলেই হবে না, তাকে অবশ্যই ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তবেই এদেশ সোনার বাংলায় পৌঁছতে পারবে।’

বুধবার বেলা ১১টায় ফরিদপুর শহরের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, ‘আমাদের কোমলমতি শিক্ষার্থীদের ওপর বইয়ের বোঝা চাপিয়ে দেওয়া চলবে না, এতে তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। তাদের খেলাধুলা এমনকি সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে, তবেই এরা ভালো মানুষ হয়ে উঠতে পারবে।’

স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি সামসুল বারী শানুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মন্ডল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহাবুবা আক্তার, স্কুলে প্রধান শিক্ষক জয়নুল আবেদিন প্রমুখ।

বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দৃষ্টিনন্দন ডিসপ্লে পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করে। পরে জেলা প্রশাসক বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :