‘বিমানকে লাভজনক করতে বাড়াতে হবে সেবার মান’

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০১৯, ১৮:৪৭ | আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯, ১৮:৪৯

হবিগঞ্জ প্রতিবেদক, ঢাকাটাইমস

বিমান বাংলাদেশকে লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিতে হলে সেবার মান বাড়াতে হবে বলে মনে করেন নতুন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিনি দায়িত্ব নেয়ার পর সেবার মান বাড়ানো এবং বিমানকে লাভজনক করা উভয়টির দিকে নজর দিচ্ছেন বলে জানান।

বুধবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসক সম্মেলনকক্ষে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী।
মাহবুব আলী বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত দাপটের সঙ্গে উড়োজাহাজের ব্যবসা করছে। কিন্তু তারাও এখন পর্যন্ত লাভবান হতে পারেনি। যেহেতু এটি একটি প্রতিযোগিতামূলক ব্যবসা, তাই আমাদের সেবার মান বাড়াতে হবে।’

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের সম্ভাবনাময় স্থানগুলোকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া যে স্থানগুলো মানুষকে আকৃষ্ট করে, সেগুলোকে ঢেলে সাজানো হবে। পর্যটন কেন্দ্র গড়ে তোলার পাশাপাশি রাস্তাঘাটের উন্নয়ন করা হবে। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে পদক্ষেপ গ্রহণ করা হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সামান্য সমুদ্র সৈকত নিয়েও থাইল্যান্ড বিলিয়ন ডলারের ব্যবসা করতে পারছে। তাদের তুলনায় অনেক বড় সমদ্র সৈকত রয়েছে আমাদের এখানে। এগুলোর আরও উন্নয়ন করে পর্যটন খাতকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।’

এর আগে বেলা ১১টার দিকে প্রতিমন্ত্রী হবিগঞ্জ সার্কিট হাউজে এলে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মতবিনিময়ে অংশ নেন। সেখানে আব্দুল মজিদ খান এমপি, জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্যা এবং স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য দেন।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/জেবি)