বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০১৯, ১১:২০

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জামাল হোসেন নামে বাংলাদেশি এক গরুর রাখাল নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে চর আষাড়িয়াদহের সাহেবনগর এলাকার ১ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জামাল উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের ঢাবের মাঠ গ্রামের গোলাম মোস্তফার ছেলে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সানাউল্লাহ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ভোররাতে কয়েকজন বাংলাদেশি রাখাল গরু আনতে সীমান্তে যান। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে জামাল ঘটনাস্থলে নিহত হন। অন্যরা তার মরদেহ নিয়ে পালিয়ে আসেন। সকালে মরদেহ দাফন করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১ ব্যাটালিয়নের সাহেবনগর সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েক সুবেদার সুলতান মোল্লা বলেন, ‘বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।’

ঢাকা টাইমস/২৪ জানুয়ারি/প্রতিবেদক/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :