বিশ্বের সেরা স্মার্টফোন ক্যামেরা

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০১৯, ১৪:২১

স্মার্টফোনে ডিএসএলআর ক্যামেরার ফিচার নিয়ে গত কয়েক বছর ধরেই গোটা বিশ্বের নজর কেড়েছে চীনের স্মার্টফোন প্রতিষ্ঠান হুয়াওয়ে। ২০১৮ সালের শেষের দিকে বাজারে এসেছিল হুয়াওয়ের লেটেস্ট ফ্ল্যাগশিপ ডিভাইস মেট ২০ প্রো।

ক্যামেরা বেঞ্চমার্কিং ওয়েবসাইট ডিএক্সওমার্ক-এ সব থেকে বেশি পয়েন্ট পেয়েছে এই স্মার্টফোন। ডিএক্সওমার্ক তালিকায় এতদিন সব থেকে উপরে ছিল হুয়াওয়ের আগের ফ্ল্যাগশিপ পি ২০ প্রো। এবার শীর্ষ জায়গা করে নিল মেট ২০ প্রো। এই তালিকায় অবশ্য গুগলের পিক্সেল থ্রি, আইফোন এক্সএস ম্যাক্স, স্যামসাং গ্যালাক্সি নোট নাইন রয়েছে।

ডিএক্সওমার্ক তালিকায় ১০৯ পয়েন্ট পেয়েছে মেট ২০ প্রো। ছবি তোলায় ১১৪ পয়েন্ট পেলেও ভিডিও তোলার সময় ৯৭ পয়েন্ট পেয়েছে হুয়াওয়ের এই লেটেস্ট ফ্ল্যাগশিপ।

প্রসঙ্গত ২০১৮ সাল থেকেই ১০৯ পয়েন্ট নিয়ে পিএক্সওমার্ক তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে হুয়াওয়ে পি ২০ প্রো।

হুয়াওয়ে পি ২০ প্রো ফোনের মতোই হুয়াওয়ে মেট ২০ প্রো ফোনে রয়েছে লেইকা ক্যামেরা। রিয়ার ক্যামেরায় রয়েছে ৪০+২০+৮ মেগাপিক্সেলের তিনটি সেন্সর। এ ছাড়াও থাকছে ২৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :